এটিএম লুটের চেষ্টা করেও শেষ রক্ষা হলো না, গ্রেফতার দুই

কৃষ্ণা দাস

২৮ জুন, ২০২৫

জলপাইগুড়িতে ফের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুটের চেষ্টা! মুম্বইয়ের এসবিআই কন্ট্রোল রুমের সতর্কবার্তায় তৎপর হয় পুলিশ। গভীর রাতে রানিনগরে পুলিশি অভিযান চালিয়ে ধরা পড়ে দুই দুষ্কৃতী। উদ্ধার গ্যাস সিলিন্ডার, মোটরসাইকেল। শিলিগুড়ি-ময়নাগুড়ির ঘটনার পর ফের আতঙ্ক ছড়াল শহরে।

জলপাইগুড়ি, কৃষ্ণা দাস: ময়নাগুড়ি ও শিলিগুড়ির এটিএম লুটের ঘটনার রেশ এখনও কাটেনি। কয়েকজন দুষ্কৃতি ধরা পড়লেও, এখনও অধরা বেশ কয়েকজন দুষ্কৃতি। এরই মধ্যে ফের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের চেষ্টা। যদিও সেই চেষ্টা ব্যর্থ করে দিল পুলিশ। শুক্রবার গভীর রাতে জলপাইগুড়ির রানিনগর বিএসএফ ক্যাম্পের নিকটবর্তী এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভাঙার চেষ্টা করে একদল দুষ্কৃতী। পুলিশের তৎপরতায় দুষ্কৃতীদের সেই চেষ্টা ব্যর্থ হয়। এটিএম এর কিছু অংশ ভেঙে ফেললেও ভল্ট ভাঙ্গতে পারেনি। ঘটনায় দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। ধৃতরা হলো পথিক সরকার এবং কৌশিক মুখার্জি। ধৃত দুজনই রানিনগর এলাকার বাসিন্দা। কয়েকদিন আগে ময়নাগুড়ি এবং শিলিগুড়িতে এটিএম লুট করে প্রচুর টাকা নিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ফের এটিএম লুটের চেষ্টায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে মুম্বাইয়ের এসবিআই কন্ট্রোল রুম থেকে জলপাইগুড়ি জেলা পুলিশের কন্ট্রোল রুমে খবর আসে যে, রানিনগর শাখার এটিএম ভাঙার চেষ্টা চলছে। সঙ্গে সঙ্গে জেলা কন্ট্রোল রুম থেকে কোতোয়ালি থানার নাইট পেট্রলিং অফিসারদের ঘটনাস্থলে পাঠানো হয়। সেই সঙ্গে ময়নাগুড়ি থানা ও রাজগঞ্জ থানাকেও সতর্ক করা হয়। পুলিশ পৌঁছনোর আগেই দুজন দুষ্কৃতী পালানোর চেষ্টা করে। তৎক্ষণাৎ অভিযান চালিয়ে কৌশিক মুখার্জি নামে এক দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর অপর অভিযুক্ত পথিক সরকারকেও গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল এবং একটি ছোট এলপিজি গ্যাস সিলিন্ডার। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলার কথা।