অবৈধভাবে ভারতে প্রবেশ করে জাল আধার কার্ড বানিয়ে নকশালবাড়িতে বসবাস, এসএসবি'র জালে পাকড়াও বাংলাদেশী যুবক

কৃষ্ণা দাস

১৬ জুলাই, ২০২৫

শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে ধরা পড়ল এক বাংলাদেশী যুবক, যে ভুয়ো আধার কার্ডের মাধ্যমে নিজেকে ভারতীয় পরিচয় দিয়ে চুল-দাড়ি কাটার কাজ করছিল। চার মাস আগে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসে সে। ইন্দো-নেপাল সীমান্তে টহলরত এসএসবি-র জওয়ানরা তাকে গ্রেফতার করে, মোবাইল ঘেঁটে মেলে আসল পরিচয়।

শিলিগুড়ি: ফের এক বাংলাদেশী গ্রেফতার। বাংলাদেশী পরিচয়পত্র গোপন করে ভারতীয় আধার কার্ড বানিয়ে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে ভাড়া বাড়িতে থাকত। এরপর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চুল দাড়ি কাটার কাজ করত।

জানা গিয়েছে, ধৃত বাংলাদেশী যুবকের নাম সুকুমার চন্দ্র শীল। ধৃত বাংলাদেশের পঞ্চগড়ের তেতুলিয়া এলাকার বাসিন্দা। চার মাস আগে বাংলাদেশের এক ব্যক্তির সহায়তায় অবৈধভাবে ভারত-বাংলা সীমান্ত বাংলাবান্ধা হয়ে ভারতে প্রবেশ করে। এরপর বিভিন্ন জায়গায় বসবাস করে।

গতকাল মঙ্গলবার ইন্দো-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি এলাকায় এসএসবি ৪১ ব্যাটেলিয়ানের জওয়ানরা টহল দেওয়ার সময় দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ সন্দেহভাজন এক যুবককে আটক করে। তল্লাশি চালিয়ে যুবকের হেফাজত থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে। সেই মোবাইলে একটি বাংলাদেশি পরিচয়পত্র এবং একটি ভারতীয় আধার কার্ডের ছবি উদ্ধার করে এসএসবি। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে এসএসবি জানতে পারে বাংলাদেশী ওই যুবকের নাম সুকুমার চন্দ্র শীল। ধৃত বাংলাদেশের পঞ্চগড়ের তেতুলিয়ার পশ্চিম বোয়ালমারি এলাকার বাসিন্দা। গত চারমাস আগে রফিক নামে এক বাংলাদেশীর সহায়তায় বাংলাবান্ধার কাছে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর সে তার আসল পরিচয় গোপন করে চুল দাড়ি কাটার কাজ করতে শুরু করে। আর সেই কাজের সুবাদে রাজ্যের বিভিন্ন জায়গায়ায় বসবাস করতে শুরু করে। আরও তদন্তের জন্য ধৃতকে গতকালই নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পাঠিয়ে ধৃত যুবক কী উদ্দেশ্যে ভারতে এসেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতকে আদালতে তুলে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।