প্লাস্টিকের খালি ফলের ট্রের আড়ালে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেফতার কোচবিহারের বাসিন্দা

কৃষ্ণা দাস
১৪ জুন, ২০২৫চালাকির মুখোশ খুলে গেল—প্লাস্টিকের ফলের খালি ট্রের নীচে লুকোনো ছিল ৭২ কেজির বেশি গাঁজা। শিলিগুড়ির কাছে পুলিশি তল্লাশিতে ধরা পড়ল পাচারকাণ্ড। কোচবিহারের এক বাসিন্দা গ্রেফতার, ফাঁস হল কোচবিহার থেকে মালদা পর্যন্ত ছড়ানো গাঁজা-পাচারের জাল।
জলপাইগুড়ি, কৃষ্ণা দাস: গোপন সুত্রে পুলিশের কাছে আগেই খবর ছিল। সেই খবরের ভিত্তিতে শিলিগুড়ির অদূরে গজলডোবা ক্যানেল রোডের ছোবাভিটা এলাকায় ওত পেতে থাকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর ওই পথে একটি ছোট চার চাকার মালবাহী গাড়িকে আটক করে পুলিশ। সেই গাড়িটির প্রায় আপাদমস্তক ত্রিপল দিয়ে ঢাকা।
গাড়ির চালক যাতে কোনোভাবেই পালাতে না পারে তাই গাড়ির চালককে আটকে রাখে পুলিশ। এরপর গোটা গাড়িটিকে ঘিরে ফেলা হয়। এদিকে পুলিশের এই অভিযান দেখে উৎসুক জনতারা ভিড় করতে থাকে। গাড়ির ত্রিপল সরিয়ে গাড়ির ওপরে উঠে পুলিশ দেখে সারি সারি ফল কিংবা সবজি রাখার খালি প্লাস্টিকের ট্রে। প্রায় শ খানেক খালি ট্রে গাড়ি থেকে রাস্তায় ফেলে পুলিশ। এত খালি ট্রে দেখে উৎসুক জনতারা অধৈর্য হয়ে পড়েন। অনেকে আবার চলেও যান। কিন্তু পুলিশের তো ধৈর্য হারালে চলবে না! গোপন সুত্রের খবর মিথ্য হতে পারে না।
প্রায় সমস্ত ট্রে সরাতেই বেড়িয়ে আসে দুটো প্লাস্টিকের বিশাল বড় বড় বস্তা। বস্তা দুটির মুখ শক্ত করে বাঁধা। সেই বস্তা দুটো নামায় পুলিশ। প্রথম বস্তা খোলার পর বেড়িয়ে আসে চারটি বড় বড় প্লাস্টিকে মোড়ানো প্যাকেট। দ্বিতীয় বস্তায় কোনো প্যাকেট ছিল না। বস্তা খুলে তার ভিতরের প্যাস্টিকের মুখ খুলতেই উৎঘাটন হয় আসল রহস্যের।
বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করল পুলিশ। গাঁজাগুলি রাস্তাতেই মাপঝোঁক করে পুলিশ। এদিন মোট ৭২ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মুল্য প্রায় সাড়ে সাত লক্ষ টাকা। এরপরই পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করে।
ধৃতের নাম দীপক কাপুর। ধৃত কোচবিহার জেলার বাসিন্দা। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে ধৃত এই গাঁজা গুলি কোচবিহার থেকে নিয়ে এসেছিল। এই পথ দিয়ে গাঁজা গুলি মালদা পাচারের ছক ছিল ধৃতের। তার আগেই ধরা পড়ে যায় পুলিশের জালে।
এনডিপিএস ধারায় মামলা রুজু করে ধৃতকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। ধৃতকে রিমান্ডে নিয়ে এই ঘটনায় আরও কে বা কারা জড়িত পাশাাপশি এই গাঁজা পাচরের জাল কতদূর বিস্তৃত তা জানতে চাইছে পুলিশ। ঘটনার তদন্তে পুলিশ।