কলকাতা কমিশনারের দেহরক্ষী এভারেস্ট জয় করে কলকাতা ফিরতেই শুভেচ্ছার বন্যা বিমানবন্দরে

কৃষ্ণা দাস
২৩ মে, ২০২৫
তিনি যা পারেন নি, করে দেখালো দেহরক্ষী, আপ্লূত কমিশনার ছুটলেন দেহরক্ষীকে শুভেচ্ছা জানাতে। কমিশনার মনোজ ভার্মার দেহরক্ষী লক্ষ্মীকান্ত মণ্ডল ফিরলেন এভারেস্ট জয় করে। সমস্ত কৃতিত্ব গেলো কমিশনারের ঘরে। কলকাতা বিমানবন্দরে আবেগে ভাসলেন কমিশনার
কলকাতা, কৃষ্ণা দাস: পুলিশ কনস্টেবল থেকে এবার হয়ে উঠলেন একেবারে এভারেস্ট জয়ী পর্বতারোহী। কলকাতা বিমানবন্দরে আসতেই শুভেচ্ছা জানাতে ছুটে গেলেন কলকাতার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের পাশাপাশি স্বয়ং কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। মনোজ ভার্মারই দেহরক্ষী লক্ষ্মীকান্ত মণ্ডল যিনি এই অসাধ্য সাধন করে ফিরলেন। লক্ষ্মীকান্তের চোখে মুখে ক্লান্তির ছাপ অস্পষ্ট। স্পষ্ট হয়ে ধরা দিয়েছে এভারেষ্ট জয়ের আনন্দ। তবে তার স্বাস্থ্যের ব্যাপারে উদগ্রীব কমিশনার।
পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা লক্ষ্মীকান্ত মণ্ডল। বর্তমানে তিনি কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার দেহরক্ষী হিসেবে নিযুক্ত। সেই লক্ষ্মীকান্ত করলেন অসাধ্যসাধন। লক্ষ্মীকান্ত এপ্রিলের ১০ তারিখ এভারেস্ট অভিযানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। যাত্রা শুরুর আগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন মনোজ ভার্মা সহ কলকাতা ও রাজ্য পুলিশের একাধিক আধিকারিকরা। গত সোমবার ৮৮৪৮ মিটার উচ্চতার দুর্গম এভারেস্ট শৃঙ্গ জয় করেন লক্ষ্মীকান্ত মণ্ডল। তাঁর এই এভারেস্ট জয়ে গর্বিত কলকাতা পুলিশ। আজ শুক্রবার তিনি যখন কলকাতা বিমান বন্দরে নামেন তখন তাঁকে শুভেচ্ছা জানাতে ছুটে যান কমিশনার মনোজ ভার্মা সহ একাধিক উচ্চ পদস্ত আধিকারিকরা। তাঁর এই এভারেস্ট জয়ের পর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন কলকাতা বিমানবন্দরে ছেলেকে অভ্যর্থনা জানাতে আসেন তাঁর মা বাবাও। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর এই এভারেস্ট জয়ের সমস্ত কৃতিত্ব তিনি দিলেন তাঁর স্যার মনোজ ভার্মাকে। কমিশনার মনোজ ভার্মাও তাঁর দেহরক্ষীর এই এভারেস্ট জয়ে আপ্লূত। কমিশনার মনোজ বর্মা বলেন, “লক্ষ্মীকান্তের এই সাফল্যে আমরা সকলে গর্বিত। ওঁর সাফল্যে কলকাতা ও রাজ্য পুলিশ অভিনন্দন জানাতে এসেছে। এই অভিযানে যাওয়ার জন্য অনেক মনের সাহস, শারিরীক ও মানসিকভাবে ফিট থাকতে হয়।" তিনি আশাবাদী আগামীতে লক্ষ্মীকান্ত আরও সামিট জয় করবেন