বিপুল পরিমাণের নিষিদ্ধ মাদক উদ্ধার সহ গ্রেফতার এক

কৃষ্ণা দাস

৩০ মে, ২০২৫

কালিয়াচকের গোলাপগঞ্জে গোপন সূত্রের খবর পেয়ে পুলিশের অভিযানে ধরা পড়ল মাদকের চালান। গ্রেফতার রুবেল হকের কাছ থেকে উদ্ধার ৫১৫ গ্রাম ব্রাউন সুগার। তদন্তে নেমেছে পুলিশ।

মালদা,কৃষ্ণা দাস: বিপুল পরিমাণে মাদক উদ্ধার করল পুলিশ। ঘটনায় এক যুবককে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশের এই সাফল্য। ব্রাউন সুগার সহ গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশের হাতে গ্রেফতার এক যুবক। বৃহস্পতিবার রাতে কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির বাবুরবোনা এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫১৫ গ্রাম ব্রাউন সুগার। সাথে সাথেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম রুবেল হক। তার বাড়ি কালিয়াচকের চোরিঅনন্তপুরের সুবেদারটোলা এলাকায়। ধৃত যুবক কোথা থেকে মাদক নিয়ে আসছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল পাশাপাশি এই ঘটনায় আরও কে বা কারা জড়িত রয়েছে সমস্ত বিষয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।