বিহারের পাচারের আগেই উদ্ধার লক্ষাধিক টাকার কাঠ, গ্রেফতার এক, পলাতক ব্যক্তির খোঁজে বনদপ্তর

কৃষ্ণা দাস
১ জুলাই, ২০২৫
শিলিগুড়ির জলপাইমোড়ে গোপন খবরের ভিত্তিতে ডাবগ্রাম রেঞ্জের বনদপ্তরের অভিযানে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণে অবৈধ কাঠ। বৈধ কাগজপত্র না থাকায় ধৃত ট্রাকচালক। উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। প্রাথমিক অনুমান, কাঠগুলি বিহারে পাচারের ছক ছিল।
কৃষ্ণা দাস, শিলিগুড়ি: বিহারের পাচারের আগেই বিপুল পরিমাণে কাঠ উদ্ধার করল বনদপ্তর। বৈকুন্ঠপুর বনদপ্তরের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীদের অভিযানে মেলে এই সাফল্য । ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বনদপ্তর। ধৃতের নাম বিশ্বনাথ বর্মণ। ধৃত ব্যক্তি শিলিগুড়ির মাটিগাড়া এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে শিলিগুড়ির জলপাইমোড় এলাকায় অভিযান চালায় ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। এক ব্যক্তি স্কুটি নিয়ে একটি ট্রাককে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু বনকর্মীদের দেখতে পেয়ে স্কুটি ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি। তবে কাঠ বোঝাই ট্রাক আটক করে বনদপ্তর। ট্রাক চালক কাঠগুলির কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় তাকে গ্রেফতার করে বনদপ্তর। কাঠ বোঝাই ট্রাক ও স্কুটিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।
ডাবগ্রাম রেঞ্জের এক আধিকারিক জানান, অপর ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান উদ্ধার হওয়া কাঠগুলির মধ্যে শাল ও সেগুন কাঠ রয়েছে। যার আনুমানিক বাজার মুল্য প্রায় দেড় লক্ষ টাকা। কাঠগুলি দার্জিলিং মোড়ের দিক থেকে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক ভাবে বনদপ্তর অনুমান কাঠগুলি বিহারে পাচারের ছক ছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার তদন্তে বনদপ্তর।