নেশা জাতীয় দ্রব্য স্প্রে করে দুঃসাহসিক চুরির ঘটনা শিলিগুড়িতে! লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ অর্থ চুরি করে চম্পট দেয় চোর

কৃষ্ণা দাস
২৫ জুন, ২০২৫
শিলিগুড়ির সুকান্তপল্লিতে গভীর রাতে পরিবারের সদস্যদের অচৈতন্য করে চুরি! ঘরের মধ্যে থাকা সোনার গহনা ও চল্লিশ হাজার টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের। সন্দেহ, পরিচিত কেউ জড়িত। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তদন্তে নেমেছে, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
শিলিগুড়ি, কৃষ্ণা দাস: এটিএম লুট ও দোনার দোকানে ডাকাতির ঘটনার পর এবার শিলিগুড়ি শহরে পরিবারের সদস্যদের উপস্থিতিতেই দুঃসাহসিক চুরির ঘটনা। পরিবারের সদস্যদের উপর নেশা জাতীয় দ্রব্য স্প্রে করে চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীদল। মঙ্গলবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সুকান্তপল্লী এলাকার বাসিন্দা সুনীল কুমার সিং-এর বাড়িতে। পরিবারের দাবি বেশ কিছু সোনার অলংকার ও চল্লিশ হাজার টাকা নগদ অর্থ চুরি গিয়েছে।
পরিবারের কর্তা সুনীল কুমার সিং জানান, রাতে তারা সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত প্রায় দুটোর সময় তিনি একবার ঘুম থেকে উঠেছিলেন। তখনো সব কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজার তালা ভাঙা, লকার ভাঙা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। উধাও সমস্ত সোনার গহনা ও নগদ টাকা পয়সা। তার ধারনা সম্ভবত কোনো বিশেষ ধরনের নেশা জাতীয় দ্রব্য স্প্রে করে সবাইকে অচৈতন্য করে। তারপর ঘরে ঢুকে সমস্ত সোনার অলংকার ও ব্যাগে রাখা নগদ চল্লিশ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর। সকালে উঠে এই দৃশ্য দেখে সাথে সাথে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।
পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা পরিবারের চেনা কেউ হতে পারে এবং পরিকল্পিতভাবেই চুরির ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। তবে দুষ্কৃতিদের খোজে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।