টিনের চাল কাটা, উধাও স্বর্নলংকার, মাথায় হাত ব্যবসায়ীর, তদন্তে পুলিশ

কৃষ্ণা দাস
৫ জুলাই, ২০২৫

শিলিগুড়িতে আবারও চুরির কাণ্ড! টিনের চাল কেটে স্বর্ণালংকার সহ নগদ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের। শহরের ব্যবসায়ীরা আতঙ্কে, তদন্তে নেমেছে পুলিশ।
শিলিগুড়ি, কৃষ্ণা দাস: আবারও শিলিগুড়ি শহরে দুঃসাহসিক চুরির ঘটনা। শহর শিলিগুড়িতে একের পর এক ঘটে চলেছে চুরি ছিনতাই ডাকাতির মতো ঘটনা । ফলে আতঙ্কে রাতের ঘুম উড়েছে শহরবাসীর। সম্প্রতি শিলিগুড়ি শহরে এটিএম লুট থেকে শুরু করে নামকরা সোনার দোকানে ভর দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ভিন রাজ্য থেকে দুষ্কৃতিদের গ্রেফতারও করে নিয়ে আসছে পুলিশ৷ কিন্তু শহরে চুরি ছিনতাইয়ের ঘটনা কমার নামই নেই। বরং যত দিন যাচ্ছে ততই যেন দুষ্কৃতিরা লাগামছাড়া হয়ে চলেছে। এবার রীতিমতো সোনার দোকানের টিনের চাল কেটে ভেতরে ঢুকে লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের চার নম্বর ওয়ার্ডের টিউমল পাড়া এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাশাাপশি আতঙ্কিত ব্যবসায়ীরা সহ স্থানীয় বাসিন্দারা।
দোকানের মালিক শেখ জামির হোসেন জানান,
সকাল সাড়ে দশটা নাগাদ তিনি দোকান খুলে দেখেন দোকানে জল জমে আছে। সেই জল জমার উৎস খুঁজতে গিয়ে তিনি দেখেন দোকানের চাল ও সিলিং কাটা অবস্থায় রয়েছে। এরপর দেখেন দোকানের স্বর্ণালংকার সব উধাও।সোনা ও রুপোর অলংকারের পাশাপাশি নগদ অর্থও চুরি গিয়েছে বলে দাবি তার। সব দেখে মাথায় হাত ব্যবসায়ীর। এরপর তিনি তড়িঘড়ি খবর দেন শিলিগুড়ি থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি থানার পুলিশের পাশাাপশি ও খালপাড়া ফাঁড়ির ওসি সহ এসিপি পদমর্যাদার অফিসার।
সিসিটিভি ফুটেজে দুষ্কৃতিকে দেখা যাচ্ছে সিলিং কেটে দোকানে ঢুকে সর্বস্ব নিয়ে যেতে। পুলিশ সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করেছে।