দার্জিলিংয়ের ধীরাজ থামি পশ্চিমবঙ্গ কারাতে দলের জন্য জায়গা দখল করে নেওয়ায় উচ্ছসিত ইচিবান স্পোর্টস একাডেমি

কৃষ্ণা দাস
২২ মে, ২০২৫
দার্জিলিংয়ের ধীরাজ থামি পশ্চিমবঙ্গ ক্যারাটে দলে স্থান করে নিয়েছে। ইচিবান স্পোর্টস একাডেমির এই ১৬ বছর বয়সী ছাত্র সম্প্রতি কলকাতা স্টেট সিলেকশন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে। দেরাদুনে আসন্ন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ও অল ইন্ডিয়া সেইশিংকাই ক্যারাটে-ডু ফেডারেশন ধীরাজের পাশে দাঁড়িয়েছে, যা তার আন্তর্জাতিক খেলার স্বপ্নকে আরও জোরদার করেছে।
দার্জিলিং: কৃষ্ণা দাস: পশ্চিমবঙ্গ ক্যারাটে দলে জায়গা দখল করে নিলো ষোল বছর বয়সী ধীরাজ থামি। ধীরজ ডঃ আই বি থাপার ছাত্র । ধীরজ দার্জিলিং এর ইচিবান স্পোর্টস একাডেমিতে ছয় বছর ধরে প্রশিক্ষণ নেয়। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত স্টেট সিলেকশন চাম্পিয়ানশিপে অংশগ্রহণ করে স্বর্ণপদক জয় করেছে ধীরাজ। এই ইভেন্টটি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের সাথে যুক্ত ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল। ধীরজের এই সাফল্য গোটা দার্জিলিং জেলার বাসিন্দাদের গৌরবান্বিত করেছে।
ধীরাজের কোচ, সেনসেই রিজং তামাং, তার ছাত্রের যাত্রার প্রশংসা করে বলেন, "এই কৃতিত্ব ধীরাজের নিষ্ঠা, দৃঢ় সংকল্প এবং নিষ্ঠার ফল। এটি ঈশ্বরের কৃপা এবং হানশি প্রেমজিৎ সেনের অটল সমর্থনের কারণে সম্ভব হয়েছে। হানশি প্রেমজিৎ সেন হলেন ধীরজের কোচ রিজং তামাংএর কোচ।
আসন্ন ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। যা দেরাদুনে অনুষ্ঠিত হবে। এই মর্যাদাপূর্ণ ইভেন্টের বিজয়ীরা দক্ষিণ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করবে। এই টুর্নামেন্ট দুটি এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপুণ দুটি টুর্নামেন্ট।
ধীরাজের সম্ভাবনা এবং তার ক্যারাটের প্রতি নিষ্ঠা দেখে , ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং অল ইন্ডিয়া সেইশিংকাই ক্যারাটে-ডু ফেডারেশন তার অংশগ্রহণের জন্য উদারভাবে ধীরজের পাশে দাড়িয়েছে। এই দুই সংস্থা এই টুর্নামেন্টের জন্য ধীরজের থাকা, খাওয়া প্রবেশ মুল্য এবং ২ লক্ষ টাকার বীমা প্যাকেজ অন্তর্ভুক্ত করেছে। ধীরাজের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছল নয়। তাই স্বাভাবিকভাবেই তাদের এই সহায়তা ধীরজের কাছে বিশেষভাবে অর্থবহ। ধীরজের কোচ রিজং তামাং সহ ধীরজের শুভাকাঙ্ক্ষীরা আশাবাদী এরপর ধীরজ আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ পাবে।