দার্জিলিং বিষয়ে সমস্ত প্রবন্ধ

কৃষ্ণা দাস . ৬ জুন, ২০২৫

‘হাত’ ছেড়ে ‘ঘাসে’ ভরসা, রাজপথে রাজকীয় প্রত্যাবর্তন শংকর মালাকারের

দুইবারের প্রাক্তন বিধায়ক শংকর মালাকার অবশেষে ঘরবদল করলেন। কংগ্রেসে দীর্ঘদিন কাটিয়ে এবার তৃণমূলে নাম লিখিয়েছেন তিনি। ২০২৬-এর নির্বাচনের আগে মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হয়ে উঠেছেন শংকর। রাজকীয় অভ্যর্থনায় বরণ করে নিল তাঁর অনুগামী ও ঘাসফুল শিবির।

কৃষ্ণা দাস . ২২ মে, ২০২৫

দার্জিলিংয়ের ধীরাজ থামি পশ্চিমবঙ্গ কারাতে দলের জন্য জায়গা দখল করে নেওয়ায় উচ্ছসিত ইচিবান স্পোর্টস একাডেমি

দার্জিলিংয়ের ধীরাজ থামি পশ্চিমবঙ্গ ক্যারাটে দলে স্থান করে নিয়েছে। ইচিবান স্পোর্টস একাডেমির এই ১৬ বছর বয়সী ছাত্র সম্প্রতি কলকাতা স্টেট সিলেকশন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে। দেরাদুনে আসন্ন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ও অল ইন্ডিয়া সেইশিংকাই ক্যারাটে-ডু ফেডারেশন ধীরাজের পাশে দাঁড়িয়েছে, যা তার আন্তর্জাতিক খেলার স্বপ্নকে আরও জোরদার করেছে।

কৃষ্ণা দাস . ২০ মে, ২০২৫

দুটি গুদামে আফগারি দপ্তরের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে অবৈধ মদ

ফের আবগারি দপ্তরের অভিযানে বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে দার্জিলিংয়ের ঘুম-সুখিয়া রোডের দুটি গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করেছেন আধিকারিকরা। তালা ভেঙে গোডাউনে ঢুকে কার্টন বোঝাই প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের মদ বাজেয়াপ্ত করা হয়। এই মদ সিকিম থেকে কর ফাঁকি দিয়ে আনা হয়েছিল বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে, যদিও এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

কৃষ্ণা দাস . ১৯ মে, ২০২৫

দার্জিলিং চিড়িয়াখানায় ফের দুই নতুন অতিথি উচ্ছ্বসিত চিড়িয়াখানা কতৃপক্ষ

দার্জিলিং চিড়িয়াখানায় ফের দুই তুষার চিতা শাবকের জন্ম, মোট সংখ্যা ১৩ দার্জিলিং চিড়িয়াখানার তোপকেদাড়া প্রজনন কেন্দ্রে 'রের' ও 'নামকা' দম্পতির দুটি তুষার চিতা শাবক জন্মেছে। এতে চিড়িয়াখানায় মোট তুষার চিতার সংখ্যা বেড়ে ১৩ হলো। শীঘ্রই শাবকদুটিকে পর্যটকদের জন্য প্রকাশ্যে আনা হতে পারে। গতবারের মতো এবারও মুখ্যমন্ত্রী এদের নামকরণ করবেন কিনা, সেদিকে নজর রয়েছে।