লাগাতার বৃষ্টিতে উত্তর সিকিমে ভূমিধস, নিহত তিনজন সেনা, আহত চার, নিখোঁজ ছয়

কৃষ্ণা দাস
২ জুন, ২০২৫
উত্তর সিকিমে কয়েকদিনের টানা বৃষ্টিতে লাচেনের চাটেন সেনাক্যাম্পে ভূমিধসের ধ্বংসস্তূপ পড়ে নিহত তিনজন সেনাকর্মী। আহত চারজনের অবস্থা স্থিতিশীল। নিখোঁজ ছয় সেনাকর্মীর খোঁজে প্রতিকূল আবহাওয়া ও দুর্গমতাকে উপেক্ষা করে তল্লাশি জারি উদ্ধারকারী দলের। নিহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে পাশে থানার আশ্বাস ভারতীয় সেনাবাহিনীর।
সিকিম, কৃষ্ণা দাস: সিকিমে টানা বৃষ্টিতে উত্তর সিকিমের লাচেন জেলার চাটেনের একটি ভারতীয় সেনা ছাউনিতে ভূমিধসের ধ্বংসস্তূপ পড়ে যাওয়ায় তিনজন সেনা কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন। নিখোঁজ ছয়জন সেনা কর্মী
মুলত উত্তর সিকিমে কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড়ের ঢাল আলগা হয়ে যাওয়ার ফলে রবিবার রাতে ধ্বংসস্তূপ সেনা ছাউনির উপর পড়ে। এতেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত সেনা কর্মীদের মধ্যে রয়েছেন হাবলদার লক্ষবিন্দর সিং, ল্যান্স নায়েক মুনিশ ঠাকুর এবং পোর্টার অভিষেক লাখাদা। জরুরি প্রতিক্রিয়া দল তাদের মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনায় আহত চারজন সেনাকর্মীকে সময়মতো উদ্ধার করে দ্রুত চিকিৎসার পর বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল। ভারতীয় সেনাবাহিনী নিখোঁজ ছয়জন কর্মীকে খুঁজে বের করার জন্য যু্দ্ধকালীন তৎপরতায় অভিযান শুরু করেছে। নিখোঁজ ছয় কর্মীকে খুঁজে বের করে উদ্ধারের জন্য উদ্ধারকারী দলগুলি অত্যন্ত প্রতিকূল ভূখণ্ড এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিরলসভাবে কাজ করে চলেছেন।
অন্যদিকে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে সেনাবাহিনী শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে এবং সম্ভাব্য সকল প্রকার সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এই অঞ্চলে অন্যান্য কর্মীদের সুরক্ষার জন্য সর্বোচ্চ জরুরি ভিত্তিতে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে সেনা সুত্রে জানা গিয়েছে।