সিকিম বিষয়ে সমস্ত প্রবন্ধ

কৃষ্ণা দাস . ২ জুন, ২০২৫

লাগাতার বৃষ্টিতে উত্তর সিকিমে ভূমিধস, নিহত তিনজন সেনা, আহত চার, নিখোঁজ ছয়

উত্তর সিকিমে কয়েকদিনের টানা বৃষ্টিতে লাচেনের চাটেন সেনাক্যাম্পে ভূমিধসের ধ্বংসস্তূপ পড়ে নিহত তিনজন সেনাকর্মী। আহত চারজনের অবস্থা স্থিতিশীল। নিখোঁজ ছয় সেনাকর্মীর খোঁজে প্রতিকূল আবহাওয়া ও দুর্গমতাকে উপেক্ষা করে তল্লাশি জারি উদ্ধারকারী দলের। নিহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে পাশে থানার আশ্বাস ভারতীয় সেনাবাহিনীর।

কৃষ্ণা দাস . ৩০ মে, ২০২৫

পর্যটক বোঝাই চারচাকা গাড়ি ১০০০ ফুট উচ্চতা থেকে তিস্তায় পড়ে মৃত এক আহত ২, নিখোজ আট!

গুরুদোংমার থেকে চারচাকা গাড়ি করে ফেরার পথে পর্যটক বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ১০০০ ফুট নীচে তিস্তায়। ঘটনাটি উত্তর সিকিমের চুংথাং এবং মুনশিথাংয়ের মাঝামাঝি। এক জনের মৃতদেহ উদ্ধার সহ দুইজন পর্যটককে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে সেনা হাসপাতালে পাঠানো হয়। নিখোঁজ আট জন। তল্লাশি চলছে।