পর্যটক বোঝাই চারচাকা গাড়ি ১০০০ ফুট উচ্চতা থেকে তিস্তায় পড়ে মৃত এক আহত ২, নিখোজ আট!

কৃষ্ণা দাস
৩০ মে, ২০২৫


গুরুদোংমার থেকে চারচাকা গাড়ি করে ফেরার পথে পর্যটক বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ১০০০ ফুট নীচে তিস্তায়। ঘটনাটি উত্তর সিকিমের চুংথাং এবং মুনশিথাংয়ের মাঝামাঝি। এক জনের মৃতদেহ উদ্ধার সহ দুইজন পর্যটককে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে সেনা হাসপাতালে পাঠানো হয়। নিখোঁজ আট জন। তল্লাশি চলছে।
সিকিম, কৃষ্ণা দাস: উত্তর সিকিমে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল পর্যটক বোঝাই চার চাকা গাড়ি৷ ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। মারাত্মক জখম দুই জন পর্যটক। নিখোজ চালক সহ আটজন পর্যটক । সিকিমে কখনও ব্যাপক বৃষ্টি হচ্ছে , তাতে একাধিক জায়গায় ধস নেমে বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের। আবার কখনও উঁচু জায়গাগুলিতে ব্যাপক তুষারপাত হওয়ায় ভ্রমণ করতে এসে বেজায় খুশি হন পর্যটকরা। আবহাওয়ার এমন খামখেয়ালিপনাকে কোনো আমল না দিয়েই বহু পর্যটক সিকিম ভ্রমণ করতে আসছেন। দুর্যোগের কারণে অনেক পর্যটক আবার সিকিম সফর বাতিলও করে দিয়েছেন। এরই মধ্যে উত্তর সিকিমে ঘটে গেলো ভয়াবহ পথ দুর্ঘটনা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার উত্তর সিকিমের গুরুদোংমার লেক থেকে লাচুং হয়ে লাচেন ফিরছিল সিকিম নম্বরের (SK 03J 650) চার চাকা গাড়িটি। গাড়িতে চালক সহ মোট ১২ জন ছিলেন। ১১জনই ছিলেন বাংলা ও ওড়িশার পর্যটক। বাংলা ও ওড়িশার দুটি দল গাড়িটি শেয়ারিংয়ে ভাড়া নিয়েছিল। গুরুদোংমার থেকে ফেরার পথে চুংথাং ও মুন্সিথাংয়ের রাস্তায় আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এক হাজার ফুট নীচে তিস্তা নদীতে তলিয়ে যায়। রাতেই দুর্ঘটনার খবর পেয়েই অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে উদ্ধারকাজে নেমে পড়ে ভারতীয় সেনা, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি), সিকিম পুলিশ, জেলা প্রশাসন সহ স্বেচ্ছাসেবকরা। রাতেই ২ জন পর্যটককে উদ্ধার করা হয়। তাদের সেনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়৷ রাতভর তল্লাশি চালিয়েও বাকি নয়জন নিখোঁজ থাকে। শুক্রবার সকাল থেকে ফের উদ্ধার কাজ শুরু হয়। সকালে খরস্রোতা তিস্তা নদীতে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পরে এনডিআরএফ। তল্লাশি চালিয়ে একজন পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়। বাকি আটজন এখনও নিখোঁজ। এদিকে তিস্তার জল বেড়ে যাওয়ায় এনডিআরএফ উদ্ধার কাজ স্থগিত রেখেছে। বাকিদের উদ্ধারে ভারতীয় সেনাবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি), এনডিআরএফ, সিকিম ফায়ার ব্রিগেড, সিকিম পুলিশ, জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি উত্তর সিকিম ট্যাক্সি ড্রাইভার কল্যাণ সমিতি হাত লাগিয়েছে। তবে জেলা প্রশাসনের তরফে পর্যটকদের নাম পরিচয় এখনও জানানো হয় নি।