আম পাড়াকে কেন্দ্র করে নৃশংস ঘটনা, বৌদির মুন্ডু কেটে থানায় আত্মসমর্পণ চন্ডাল দেওয়র
এক হাতে কাটা মুন্ডু, অন্য হাতে ধারালো অস্ত্র। দক্ষিণ ২৪ পরগনার ভরতনগরে ঘটে গেল গা শিউরে ওঠা নৃশংস খুন। আম পাড়া নিয়ে বিবাদের জেরে বৌদির মাথা কেটে থানায় আত্মসমর্পণ যুবকের। পুলিশের প্রশ্ন, শুধুই পারিবারিক ঝামেলা?