দার্জিলিং চিড়িয়াখানায় ফের দুই নতুন অতিথি উচ্ছ্বসিত চিড়িয়াখানা কতৃপক্ষ
দার্জিলিং চিড়িয়াখানায় ফের দুই তুষার চিতা শাবকের জন্ম, মোট সংখ্যা ১৩
দার্জিলিং চিড়িয়াখানার তোপকেদাড়া প্রজনন কেন্দ্রে 'রের' ও 'নামকা' দম্পতির দুটি তুষার চিতা শাবক জন্মেছে। এতে চিড়িয়াখানায় মোট তুষার চিতার সংখ্যা বেড়ে ১৩ হলো। শীঘ্রই শাবকদুটিকে পর্যটকদের জন্য প্রকাশ্যে আনা হতে পারে। গতবারের মতো এবারও মুখ্যমন্ত্রী এদের নামকরণ করবেন কিনা, সেদিকে নজর রয়েছে।