দার্জিলিং চিড়িয়াখানায় ফের দুই নতুন অতিথি উচ্ছ্বসিত চিড়িয়াখানা কতৃপক্ষ

কৃষ্ণা দাস
১৯ মে, ২০২৫
দার্জিলিং চিড়িয়াখানায় ফের দুই তুষার চিতা শাবকের জন্ম, মোট সংখ্যা ১৩ দার্জিলিং চিড়িয়াখানার তোপকেদাড়া প্রজনন কেন্দ্রে 'রের' ও 'নামকা' দম্পতির দুটি তুষার চিতা শাবক জন্মেছে। এতে চিড়িয়াখানায় মোট তুষার চিতার সংখ্যা বেড়ে ১৩ হলো। শীঘ্রই শাবকদুটিকে পর্যটকদের জন্য প্রকাশ্যে আনা হতে পারে। গতবারের মতো এবারও মুখ্যমন্ত্রী এদের নামকরণ করবেন কিনা, সেদিকে নজর রয়েছে।
দার্জিলিং, কৃষ্ণা দাস: গতবছর মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফরের সময় দার্জিলিং চিড়িয়াখানার অধিন তোপকেদাড়া প্রজনন কেন্দ্রে দুটি স্নো লেপার্ডের জন্মের কথা প্রকাশ্যে এনেছিল দার্জিলিং চিড়িয়াখানা কতৃপক্ষ। মুখ্যমন্ত্রী সেই দুই শাবকের নাম রেখেছিলেন চার্মিং ও ডার্লিং। এবারও মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে। তার আগের দিনই ফের দুই স্নো লেপার্ড শাবকের জন্মের বিষয়টি প্রকাশ্যে আনে দার্জিলিং চিড়িয়াখানা কতৃপক্ষ।
জানা গিয়েছে দার্জিলিং চিড়িয়াখানার অধীন তোপকেদাড়া প্রজনন কেন্দ্রে গত ১৩ মে জন্ম হয় দু’টি স্নো-লেপার্ড শাবকের ৷ স্নো-লেপার্ড 'রের' এবং 'নামকা' নামে ওই দম্পতির সন্তান এই শাবক দু’টি ৷
দুই স্নো-লেপার্ড শাবকের জন্মের খবরে উচ্ছ্বসিত দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষের পাশাপাশি রাজ্য বন দফতরের আধিকারিকরা ৷ এই দুই শাবকের জন্ম হওয়ায় চিড়িয়াখানায় স্নো-লেপার্ডের সংখ্যা বেড়ে হলো ১৩ টি। এদের মধ্যে চারটি পুরুষ, সাতটি স্ত্রী ও দু’টি শাবক। সব ঠিক থাকলে আগামী দু’মাসের মধ্যে ওই স্নো-লেপার্ড শাবক দু’টিকে দেখার সুযোগ পাবেন পর্যটকরা।
উল্লেখ্য গত বছর ২০২৪ সালের ৩১ অগস্ট দু’টি স্নো-লেপার্ড শাবকের জন্ম হয়েছিল দার্জিলিং চিড়িয়াখানায় ৷ সেই দুটি শাবকের নাম রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটির নাম দিয়েছিলেন চার্মিং অপরটির নাম ডার্লিং। চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি প্রজনন কেন্দ্রের খাঁচায় মা স্নো-লেপার্ড ও শাবকদের উপর ক্যামেরার মাধ্যমে নজর রাখছে ৷ সেই ক্যামেরায় রেকর্ড করা একটি ভিডিয়ো কর্তৃপক্ষ শেয়ার করেছে ৷ ওই ভিডিয়োতে স্নো-লেপার্ডের শাবক দু’টিকে খেলতে দেখা গিয়েছে ৷ মা স্নো-লেপার্ড 'রের'-কেও দেখা গিয়েছে সেখানে ৷ শিলিগুড়ি থেকে এই দুই স্নো লেপার্ড শাবকের নাম মুখ্যমন্ত্রী রাখেন কিনা। রাখলেও তাদের নাম কী রাখবেন সেটাই দেখার বিষয়।