দুটি গুদামে আফগারি দপ্তরের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে অবৈধ মদ

কৃষ্ণা দাস

২০ মে, ২০২৫

ফের আবগারি দপ্তরের অভিযানে বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে দার্জিলিংয়ের ঘুম-সুখিয়া রোডের দুটি গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করেছেন আধিকারিকরা। তালা ভেঙে গোডাউনে ঢুকে কার্টন বোঝাই প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের মদ বাজেয়াপ্ত করা হয়। এই মদ সিকিম থেকে কর ফাঁকি দিয়ে আনা হয়েছিল বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে, যদিও এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

দার্জিলি: কৃষ্ণা দাস : ফের আফগারি দপ্তরের অভিযানে বড়সড় সাফল্য। উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ মদ। যদিও ঘটনায় কাউকে গ্রেফতার করতে সক্ষম হন নি আফগারি দপ্তরের আধিকারিকরা।

জানা গিয়েছে গোপন সুত্রে খবর পেয়ে দার্জিলিং জেলার জোরেবাংলো থানা-এর অধীনে ঘুম-সুখিয়া রোডে সাত সকালে হানা দেয় আফগারি দপ্তর। এদিন আফগারি দপ্তরের বিভিন্ন জোনের আধিকারিকরা দুটি দলে বিভক্ত হয়ে দুটি গোডাউনে হানা দেয়। গোডাউন দুটির তালা বন্ধ থাকায় তালা ভেঙেই ভেতরে প্রবেশ করেন আফগারি দপ্তরের আধিকারিকরা।

গোডাউনে প্রবেশ করেই চোখ কপালে আধিকারিকদের। কার্টন বোঝাই বিপুল পরিমাণে অবৈধ মদ। মদগুলি উদ্ধার করে আফগারি দপ্তর। এই মদগুলো মুলত কর ফাকি দিয়ে সিকিম থেকে নিয়ে এসে মজুত করে রাখা হয়েছিল বলে আফগারি দপ্তর সুত্রে জানা গিয়েছে। যা বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো। কিন্তু হাতবদলের আগেই বিপুল পরিমানে অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়। এদিন মোট ১৭৮ টি কার্টন বোঝাই অবৈধ মদ উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মুল্য ১৯ লক্ষ ৮৪ হাজার ২০০ টাকা। এই ঘটনায় কে বা কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে আফগারি দপ্তর