মদ বিষয়ে সমস্ত প্রবন্ধ


কৃষ্ণা দাস . ২ জুন, ২০২৫
গ্যারাজের আড়ালে ভেজাল মদ তৈরীর কারবার, কোটি কোটি টাকার ভেজাল মদ তৈরির সামগ্রী উদ্ধার সহ গ্রেফতার দুই।
আবগারি দপ্তরের বড়সড় সাফল্য।একইদিনে জলপাইগুড়ি ও ফুলবাড়িতে আবগারি দপ্তরের জোড়া অভিযান। উদ্ধার ৩ কোটি ৮৪ লক্ষ টাকারও বেশি মুল্যের নকল মদ তৈরীর কাঁচামাল। যা নকল মদ তৈরীর কারবারীদের বড়সড় আঘাত। গ্রেফতার দুই ব্যক্তি। এই কারবারের সঙ্গে আরও কে বা কারা যুক্ত তদন্তে আবগারি দপ্তর৷


কৃষ্ণা দাস . ২০ মে, ২০২৫
দুটি গুদামে আফগারি দপ্তরের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে অবৈধ মদ
ফের আবগারি দপ্তরের অভিযানে বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে দার্জিলিংয়ের ঘুম-সুখিয়া রোডের দুটি গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করেছেন আধিকারিকরা। তালা ভেঙে গোডাউনে ঢুকে কার্টন বোঝাই প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের মদ বাজেয়াপ্ত করা হয়। এই মদ সিকিম থেকে কর ফাঁকি দিয়ে আনা হয়েছিল বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে, যদিও এখনও কেউ গ্রেপ্তার হয়নি।